ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ভারতে বাংলাভাষীদের আটক নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন
ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শত শত শ্রমিককে বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক করা হচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।
বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের পৈতৃক বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
অমর্ত্য সেন বলেন, ‘এই বিষয়টি শুধু বাংলার সাথে সম্পর্কিত নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। দেশের এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে হেনস্তার শিকার হলে তা গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই তার প্রতিবাদ করবো।’
তার মতে, যারা ভারতীয় তাদের পুরো ভারতবর্ষের ওপর অধিকার আছে। এটা শুধু একটা আঞ্চলিক অধিকার, তা নয় ।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগালফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগালঅন্যরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও বাংলা ভাষার ওপর আক্রমণ নেমে এসেছে সে বিষয়ে তিনি বলেন, ‘হেনস্তার শিকার সে বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মাড়োয়ারি হোন, আমাদের আপত্তি করার কারণ থাকবে।’ তার মতে সব মানুষকে সম্মান দেওয়া উচিত ।
তিনি বলেন, ‘বাংলা ভাষার একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের মতো মহাপুরুষরা এই ভাষায় আমাদের অমূল্য উপহার দিয়েছেন। ভাষার ঐতিহ্যকে উপেক্ষা করা যায় না।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ভারত রাশিয়া থেকে তেল কেনা সাময়িকভাবে বন্ধ করেছে বলে জানা গেছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে চিহ্নিত করছে। তিনি বলেন, "যখন কোনো ভাষা অবহেলার শিকার হয় তখন তা অবশ্যই বন্ধ করা উচিত।"
সম্প্রতি মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শত শত শ্রমিককে বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে তাদের বাংলাদেশে পুশ-ইন করার ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)