ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ভারতে বাংলাভাষীদের আটক নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শত শত শ্রমিককে বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক করা হচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।
বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের পৈতৃক বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
অমর্ত্য সেন বলেন, ‘এই বিষয়টি শুধু বাংলার সাথে সম্পর্কিত নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। দেশের এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে হেনস্তার শিকার হলে তা গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই তার প্রতিবাদ করবো।’
তার মতে, যারা ভারতীয় তাদের পুরো ভারতবর্ষের ওপর অধিকার আছে। এটা শুধু একটা আঞ্চলিক অধিকার, তা নয় ।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগালফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগালঅন্যরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও বাংলা ভাষার ওপর আক্রমণ নেমে এসেছে সে বিষয়ে তিনি বলেন, ‘হেনস্তার শিকার সে বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মাড়োয়ারি হোন, আমাদের আপত্তি করার কারণ থাকবে।’ তার মতে সব মানুষকে সম্মান দেওয়া উচিত ।
তিনি বলেন, ‘বাংলা ভাষার একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের মতো মহাপুরুষরা এই ভাষায় আমাদের অমূল্য উপহার দিয়েছেন। ভাষার ঐতিহ্যকে উপেক্ষা করা যায় না।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ভারত রাশিয়া থেকে তেল কেনা সাময়িকভাবে বন্ধ করেছে বলে জানা গেছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে চিহ্নিত করছে। তিনি বলেন, "যখন কোনো ভাষা অবহেলার শিকার হয় তখন তা অবশ্যই বন্ধ করা উচিত।"
সম্প্রতি মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শত শত শ্রমিককে বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে তাদের বাংলাদেশে পুশ-ইন করার ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ