ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
জামায়াতের সমাবেশে জনসমুদ্র
.jpg)
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে ঠিক তখনই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘সাত দফা’ দাবিতে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের অভাবনীয় উপস্থিতিতে রূপ নিয়েছে জনসমুদ্রে। সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হবে মূল আয়োজন। তবে সকাল ১০টা থেকেই মঞ্চে পরিবেশিত হবে ইসলামি সংগীত। এর আগেই ফজরের আগ মুহূর্তে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঢলে। দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে হাজারো কর্মী রাত থেকেই অবস্থান নেন উদ্যানে।
কুমিল্লা থেকে আগত আহমদ ইবনে আহসান বলেন, “আমরা রাতে রওনা হয়ে ফজরের আগেই পৌঁছে গেছি। সবাই শুকনো খাবার, পানি, জায়নামাজ সঙ্গে এনেছে। কেউ সংগঠনের অর্থ ব্যবহার করেনি নিজ খরচেই এসেছি। অনেকেই স্বেচ্ছায় অন্যদের খরচও বহন করেছেন।”
পঞ্চগড় থেকে আসা আবু সালেহ মো. মুসাও জানান, “আমাদের নির্দেশনা ছিল ফজরের নামাজের পর মাঠে থাকতে হবে। সেই অনুযায়ী যাত্রা করেছি। গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সবাই চলে এসেছে।”
ঝালকাঠি থেকে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “হাজারো নেতাকর্মী লঞ্চে করে এসেছেন কিন্তু কোনো বিশৃঙ্খলা, ধূমপান, গাঁজা, তাস খেলার মতো কিছু চোখে পড়েনি। প্রত্যেকেই নিজ খরচে এসেছেন। ঘুমানোর জায়গা না থাকলেও এক ভাই অন্য ভাইকে বসে ঘুমানোর সুযোগ দিয়েছে। ইসলামি দলগুলোর মধ্যে এই শৃঙ্খলাই সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে শৃঙ্খলা ও দেশপ্রেম থাকলে জাতীয় কল্যাণ নিশ্চিত হয়। এমন মানসিকতা সব রাজনৈতিক দলের মধ্যে ফিরে আসুক।”
সমাবেশের সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে পিআরভিত্তিক নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক সংস্কার এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ কিছু দাবি উপস্থাপন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব