ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জামায়াতের সমাবেশে জনসমুদ্র

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৯ ০৯:৩৫:১০
জামায়াতের সমাবেশে জনসমুদ্র

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে ঠিক তখনই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘সাত দফা’ দাবিতে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের অভাবনীয় উপস্থিতিতে রূপ নিয়েছে জনসমুদ্রে। সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হবে মূল আয়োজন। তবে সকাল ১০টা থেকেই মঞ্চে পরিবেশিত হবে ইসলামি সংগীত। এর আগেই ফজরের আগ মুহূর্তে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঢলে। দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে হাজারো কর্মী রাত থেকেই অবস্থান নেন উদ্যানে।

কুমিল্লা থেকে আগত আহমদ ইবনে আহসান বলেন, “আমরা রাতে রওনা হয়ে ফজরের আগেই পৌঁছে গেছি। সবাই শুকনো খাবার, পানি, জায়নামাজ সঙ্গে এনেছে। কেউ সংগঠনের অর্থ ব্যবহার করেনি নিজ খরচেই এসেছি। অনেকেই স্বেচ্ছায় অন্যদের খরচও বহন করেছেন।”

পঞ্চগড় থেকে আসা আবু সালেহ মো. মুসাও জানান, “আমাদের নির্দেশনা ছিল ফজরের নামাজের পর মাঠে থাকতে হবে। সেই অনুযায়ী যাত্রা করেছি। গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সবাই চলে এসেছে।”

ঝালকাঠি থেকে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “হাজারো নেতাকর্মী লঞ্চে করে এসেছেন কিন্তু কোনো বিশৃঙ্খলা, ধূমপান, গাঁজা, তাস খেলার মতো কিছু চোখে পড়েনি। প্রত্যেকেই নিজ খরচে এসেছেন। ঘুমানোর জায়গা না থাকলেও এক ভাই অন্য ভাইকে বসে ঘুমানোর সুযোগ দিয়েছে। ইসলামি দলগুলোর মধ্যে এই শৃঙ্খলাই সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে শৃঙ্খলা ও দেশপ্রেম থাকলে জাতীয় কল্যাণ নিশ্চিত হয়। এমন মানসিকতা সব রাজনৈতিক দলের মধ্যে ফিরে আসুক।”

সমাবেশের সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে পিআরভিত্তিক নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক সংস্কার এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ কিছু দাবি উপস্থাপন করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত