ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৭ ২১:৫৫:৪০
শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি কোম্পানির শেয়ার গত এক বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো-আলহাজ্ব টেক্সটাইল, আর্গন ডেনিম, বিএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, ফাইন ফুড, আইএসএন, কেডিএস গার্মেন্টস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাফকো স্পিনিং, সাপোর্ট, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, সিনোবাংলা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স,সোনালী পেপার এবং ট্রাস্ট ইসলামী ইন্স্যুরেন্স।স্টকনাও তথ্যটি জানিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার আজ সর্বশেষ লেনদেন হয়েছে ১৬২ টাকা ৩০ পয়সা, , আর্গন ডেনিম ১৯ টাকা ৯০ পয়সা, বিএসআরএম স্টিল ৬৯ টাকা ৭০ পয়সা, ডরিন পাওয়ার ৩০ টাকা, এনভয় টেক্সটাইল ৫৩ টাকা ১০ পয়সা, ফাইন ফুড ২৮৩ টাকা ৯০ পয়সা, আইএসএন ৯৬ টাকা ১০ পয়সা, কেডিএস গার্মেন্টস ৪৬ টাকা ৯০ পয়সা, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ৪৫ টাকা ২০ পয়সা, প্যারামাউন্ট টেক্সটাইল ৫৭ টাকা, সাফকো স্পিনিং ১৫ টাকা ৬০ পয়সা, সাপোর্ট ২৯ টাকা ৫০ পয়সা, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ ১৯ টাকা ৭০ পয়সা, সিনোবাংলা ৫২ টাকা ৪০ পয়সা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৭৩ টাকা ৭০ পয়সা,সোনালী পেপার ২৬৯ টাকা এবং ট্রাস্ট ইসলামী ইন্স্যুরেন্স ৭৭ টাকা ১০ পয়সা।

কোম্পানিগুলোর মধ্যে বছরের মধ্যে শেয়ার দাম সর্বোচ্চ বেড়েছে আইএসএনের ১২৮.২৭ শতাংশ, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৯২.২৭ শতাংশ এবং ফাইন ফুড ৮৮.২৬ শতাংশ। অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৪২.৩৩ শতাংশ, শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৪০.৭১ শতাংশ, সাপোর্টের ৩৮.৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩৮.২৮ শতাংশ, কেএন্ডকিউর ৩৬.৫২ শতাংশ, সিনোবাংলার ৩৫.৪০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩৪.৮০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩৩.৩৩ শতাংশ।

গত এক বছরে এই ১৭টি কোম্পানির শেয়ার রেকর্ড সর্বোচ্চ দামে লেনদেন হওয়ায় বাজারে বিনিয়োগকারীদের নতুন করে আস্থা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা এটিকে বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে দীর্ঘদিনের স্থবিরতার পর এ ধরনের প্রবৃদ্ধি বাজারে তারল্য বাড়াবে বলে ধারণা করছেন অনেকে।

বাজার বিশ্লেষকদের মতে, এই ১৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পেছনে রয়েছে তাদের আর্থিক স্থিতিশীলতা ও ব্যবসায়িক সাফল্য। তবে কয়েকিটি কোম্পানির পেছনে আর্থিক স্থিতিশীলতা ও ব্যবসায়িক সাফল্য নেই। সেগুলোর দাম কারসাজির কারণে বেড়েছে মনে করা হচ্ছে। যেসব কোম্পানির দাম আর্থিক স্থিতিশীলতা ও ব্যবসায়িক সাফল্যের কারণে হয়েছে, সেসব কোম্পানির বিনিয়োগকারীরা বাজারের প্রতি বেশি আস্থাশীল হচ্ছেন। এতে বাজারের সামগ্রিক গতিশীলতা আরও জোরদার হচ্ছে এবং দীর্ঘমেয়াদে শেয়ারবাজারকে শক্ত ভিত্তি দিতে সহায়তা করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত