ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

"এলপিজির নতুন দাম আজ ঘোষণা করবে বিইআরসি"

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৩:১০:০৫

"এলপিজির নতুন দাম আজ ঘোষণা করবে বিইআরসি"

নিজস্ব প্রতিবেদক :নতুন দাম নির্ধারণে আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি (কনট্র্যাক্ট প্রাইস) অনুযায়ী দেশে আমদানি হওয়া এলপিজির দামে পরিবর্তন আনা হবে। এই ভিত্তিতে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হবে।

এর আগের মাসে, অর্থাৎ ৩ আগস্ট ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।

এর আগেও জুলাই ও জুন মাসে এলপিজির দাম কমানো হয়েছিল। ২ জুলাই ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা করা হয় এবং অটোগ্যাসের দাম কমে দাঁড়ায় ৬২ টাকা ৪৬ পয়সা। জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা করা হয়।

গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমার প্রভাবে দেশের বাজারেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে সেপ্টেম্বর মাসে দাম বাড়বে না কমবে—তা নিশ্চিতভাবে জানা যাবে আজ বিকেলে বিইআরসির ঘোষণার পর।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত