ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ২৭ ২০:১৫:২৩
বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত

বিমা খাতকে আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে বিমা আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে খসড়া সংশোধনী নিয়ে সব স্টেকহোল্ডারের মতামত আহ্বান করেছে সংস্থাটি।

এই উদ্দেশ্যে মঙ্গলবার (২৬ আগস্ট) বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছে আইডিআরএ। সেখানে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ইমেইল ([email protected]) অথবা হার্ড কপির মাধ্যমে লিখিত মতামত জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইডিআরএর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমা খাতের উন্নয়ন, গ্রাহকের স্বার্থ রক্ষা এবং অন্যান্য আইনের সঙ্গে সংঘর্ষপূর্ণ ধারা দূর করতেই এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্টেকহোল্ডারদের বিভিন্ন সময়ে প্রাপ্ত প্রস্তাব, আন্তর্জাতিক মানদণ্ড এবং বিদেশি আইন পর্যালোচনা করে সংশোধনী খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন সেটিকে চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত