ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
সিন্ডিকেট সভা ডেকে বাকৃবি ও চবি প্রশাসন যা সিদ্ধান্ত জানাল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন এবং সম্প্রতি বহিরাগতদের হামলার জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাকৃবিতে সিন্ডিকেট সভা ডেকে হল খোলার এবং চবিতে জরুরি সিন্ডিকেট সভা শেষে ১৩টি সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়েছে।
বাকৃবিতে হল খোলা ও ক্লাস চালুর সিদ্ধান্ত:বাকৃবিতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভা ডেকে সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে, আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস ও পরীক্ষা চালু করা হবে। মঙ্গলবার রাত ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলা আলোচনার পর ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহিদুল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
ড. শহিদুল হক জানান, বহিরাগতদের হামলায় আহত শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রধান দাবি, পশুপালন ও ভেটেরিনারি অনুষদকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির বিষয়টি নিয়ে আরও আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় শিক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এক মাস ধরে আন্দোলন চলছিল, যার ধারাবাহিকতায় ৩১ আগস্ট বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা আহত হন।
চবিতে সংঘর্ষের জেরে ১৩টি জরুরি সিদ্ধান্ত:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে সিন্ডিকেট সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সিন্ডিকেটের গৃহীত ১৩টি সিদ্ধান্ত উপস্থাপন করেন।
সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ৩০ ও ৩১ আগস্টের হামলায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এবং আহত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। আহত সব শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ও ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত মডেল থানা ও রেলগেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়াও, আবাসিক ভবন ও কটেজের মালিকদের সাথে আলোচনা করে ঘরভাড়াসহ অন্যান্য অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুত দুটি অ্যাম্বুলেন্স ক্রয় ও ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রণয়ন করে সরকারের কাছে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার লক্ষ্যে ১০তলা বিশিষ্ট পাঁচটি ছাত্র ও পাঁচটি ছাত্রী হল দ্রুত নির্মাণের জন্য ডিপিপি প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে এবং বিদ্যমান আবাসিক হলগুলো সংস্কার করা হবে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ও টহল কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। ৩০ ও ৩১ আগস্টের ঘটনা তদন্তে কারণ অনুসন্ধান ও দোষীদের চিহ্নিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের কাছে অনুরোধ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে এবং স্থানীয় নিরীহ মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা পূরণে সরকারকে অনুরোধ জানানো হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে