ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বঙ্গভবনে বিজয়ের কেক কাটলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০২৫ ডিসেম্বর ১৬ ২৩:৩৪:০৬

বঙ্গভবনে বিজয়ের কেক কাটলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনের সবুজ চত্বরে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ৭ হাজার ২১৮ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ছিলেন প্রায় ২৬৬ জন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক), প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী, সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সহধর্মিণী, প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, সিইসি এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে ভিভিআইপি এনক্লোজারে বিজয় দিবসের বিশেষ কেক কাটেন। পরে রাষ্ট্রপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ