ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
হাদি হা'মলা মামলায় বাইক সূত্রে বেরোচ্ছে নতুন যোগসূত্র
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেফতারকৃত আসামি মো. কবির। তার দাবি, বাইকটি তার বন্ধু কিনলেও কেনার সময় তার (কবিরের) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি উল্লেখ করেন, কবির হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি সরবরাহ করে অপরাধে সহায়তা করেছেন।
শুনানিকালে আসামি কবির আদালতকে জানান, তিনি পেশায় একজন উবার চালক। মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ মাঝেমধ্যে তাকে ফোন করে গুলশানসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ঘটনার ১৮-২০ দিন আগে ফয়সাল তাকে হাদির অফিসে নিয়ে যেতে বলেছিলেন।
মোটরসাইকেলের বিষয়ে কবির দাবি করেন, ‘বাইকটি আমার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছেন। কেনার সময় আমরা একসঙ্গে ছিলাম এবং শুভ আমার আইডি কার্ড ব্যবহার করেছিলেন। তবে গাড়ির কাগজপত্র শুভর নামেই রয়েছে।’
এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কবিরকে গ্রেফতার করে র্যাব। পুলিশ জানায়, কবির প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী। এদিকে এই মামলার আরেক সন্দেহভাজন আব্দুল হান্নানকেও বাইকের মালিক সন্দেহে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হান্নানও দাবি করেছিলেন, শোরুমে খোঁজ নিলেই আসল সত্য বেরিয়ে আসবে। এছাড়া ফয়সালের স্ত্রী, শ্যালিকা ও শ্যালক বর্তমানে ৫ দিনের রিমান্ডে আছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা