ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে কমোরোসের রাষ্ট্রপতিকে আহ্বান

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০১:১১:৪২

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে কমোরোসের রাষ্ট্রপতিকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ কমোরোসের রাষ্ট্রপতি আজালি আসৌমানির কাছে পরিচয়পত্র পেশ করার সময় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অনুরোধ করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মরিশাসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত ড. জকি আহাদ কমোরোসকে বাংলাদেশের পোশাক, ওষুধ, পাট, চামড়া, কৃষি এবং অন্যান্য শিল্প খাতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বিশেষ করে হালকা প্রকৌশল/শিল্প, চিকিৎসা (ডাক্তার ও নার্স) এবং কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য কমোরোস সরকারের প্রতি আহ্বান জানান।

উভয় পক্ষ শিক্ষা বিনিময় কর্মসূচি, দক্ষ জনশক্তি নিয়োগ এবং কৃষি ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের জন্য কয়েকটি সমঝোতা স্মারক/চুক্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করা হয়।

কমোরোসের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানান। তিনি বলেন, কমোরোস সবসময় বাংলাদেশ ও কমোরোসের মধ্যে বিদ্যমান সম্পর্ককে মূল্য দেয়। জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন এবং উষ্ণ আতিথেয়তার জন্য কমোরোস সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে তার সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত