ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে: কণ্ঠশিল্পী মনির খান

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তিনি বলেছেন, একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উসকানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।
আজ সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত একাউন্টে দেওয়া এক পোস্টে এই অভিযোগ তোলেন তিনি।
পোস্টে মনির খান লেখেন, "বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এ কথা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই উদ্বিগ্ন। দেশে এখন হত্যার মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। অপরাধী যেই হোক না কেন, সে কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে নয়।"
অপরাধীকে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ তুলে মনির খান লেখেন, "বিএনপি এখন সরকারে নেই, কিন্তু একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উসকানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।"
সবশেষ জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী লেখেন, "সুষ্ঠু ভোটের নির্বাচিত সরকার না থাকলে জনগণের শক্তি কমে যায়, বেড়ে যায় দুর্বৃত্তদের আস্ফালন। জনগণ আশা করে একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার নিশ্চয় দেশের সবার প্রত্যাশা পূরণ করবে।"
প্রসঙ্গত, গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।
এই ঘটনায় কেঁপে ওঠে পুরো দেশ। চাঁদা না দেওয়ায় যুবদলের নেতাকর্মীরা তাকে হত্যা করেছে এমন খবর সামনে এলে বিএনপির বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। মূলত এই হত্যাকাণ্ডের আসামি মাহিন যুবদলের পদপ্রার্থী ছিল। এজন্য দেশব্যাপী নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ শুরু হয় এবং বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। তবে মাহিন যুবদলের পদপ্রার্থী হলেও সে বিএনপির নয় বলে যুক্তি দিচ্ছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে নেতাকর্মীরা। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। এজন্য আজ সারাদেশে বিক্ষোভ-কর্মসূচি পালন করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে