ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
সপ্তাহের চমক: ১০ শতাংশের বেশি মুনাফা ২৮ কোম্পানির

সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বাড়ছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন। যার ফলে বিনিয়োগকারীরাও মুনাফার মুখ দেখতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিদায়ী সপ্তাহে ২৮ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এক সপ্তাহের ব্যবধানে ১০ শতাংশ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
১০ শতাংশের বেশি মুনাফা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রহিমা টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, রহিমা ফুড, শার্প ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, জিকিউ বলপেন, এপেক্স স্পিনিং, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জেমিনি সি ফুডস, রূপালী ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, এনাজিংপ্যাক পাওয়ার জেনারেশন, নাভানা সিএনজি, ওয়ান ব্যাংক, আনোয়ার গালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, স্টাইল ক্র্যাফট, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মনোস্পুল, সি পার্ল হোটেল, ফিনিক্স ফাইন্যান্স, শাহজীবাজার পাওয়ার, বিডি ল্যাম্পস এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে রহিমা টেক্সটাইলের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ১০ পয়সা বা ৩৭.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩৬.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে রহিমা ফুডের শেয়ারে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৪০ পয়সা বা ২২.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকায়।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- শার্প ইন্ডাস্ট্রিজের ৩ টাকা ৩০ পয়সা বা ২০.৩৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৬০ পয়সা বা ১৭.৬৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৭ টাকা ৯০ পয়সা বা ১৭.২৫ শতাংশ, জিকিউ বলপেনের ২৮ টাকা ৫০ পয়সা বা ১৭.০১ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১৪ টাকা ৩০ পয়সা বা ১৫.৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬০ পয়সা বা ১৫.৩৮ শতাংশ, জেমিনি সি ফুডসের ১৭ টাকা ৫০ পয়সা বা ১৪.৬১ শতাংশ, রূপালী ব্যাংকের ৩ টাকা বা ১৪.২৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৪ টাকা ৮০ পয়সা বা ১৪.১০ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ টাকা ৯০ পয়সা বা ১৩.৮৮ শতাংশ, এবি ব্যাংকের ৮০ পয়সা বা ১২.৫০ শতাংশ, এনাজিংপ্যাক পাওয়ার জেনারেশনের ২ টাকা বা ১২.৩৫ শতাংশ, নাভানা সিএনজির ২ টাকা ৪০ পয়সা বা ১২.২৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৯০ পয়সা বা ১২ শতাংশ, আনোয়ার গালভানাইজিংয়ের ৭ টাকা ৪০ পয়সা বা ১১.৯৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ টাকা ১১.৯৮ শতাংশ, ফরচুন সুজের ১ টাকা ৮০ পয়সা ১১.৯২ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ৭ টাকা ২০ পয়সা বা ১১.৭৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫০ পয়সা বা ১১.৭৬ শতাংশ, মনোস্পুলের ৯ টাকা ৪০ পয়সা বা ১১.৫৩ শতাংশ, সি পার্ল হোটেলের ৬ টাকা ১০ পয়সা বা ১১.৩৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৪০ পয়সা বা ১১.১১ শতাংশ, শাহজীবাজার পাওয়ারের ৪ টাকা বা ১০.৮৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ১১ টাকা ৯০ পয়সা বা ১০.০৫ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- স্টক ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ফার্মা খাতের ১৫ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন