ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বিএনপিকে এত সহজে হারিয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৩ ১৯:০৮:১৭
বিএনপিকে এত সহজে হারিয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এটাও মনে রাখতে হবে বিএনপিকে এত সহজে হারিয়ে দেওয়া যাবে না।

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মধ্য থেকেও ঘুরে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে ভেবেছিল বিএনপি আর ফিরবে না। কিন্তু সে দলই আবার খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-যুবকদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে আজ যে অপপ্রচার চলছে, সেটি কাকতালীয় নয়। এর পেছনে রয়েছে সুপরিকল্পিত চক্রান্ত বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্র। বিশেষ করে, তারেক রহমানের নেতৃত্বকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত