ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া করবে না নবীন সৈনিকরা— বিজিবি মহাপরিচালক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ১২:৪৮:৩৮
দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া করবে না নবীন সৈনিকরা— বিজিবি মহাপরিচালক

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত—তবে দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবির বায়তুল ইজ্জতের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিঅ্যান্ডসি)’-এর বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সকাল সাড়ে ৯টায় সশস্ত্র সালামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে মহাপরিচালক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিজিবির দায়িত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। মাদক, অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ বাহিনী সফলতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।”

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ইপিআরের ৮১৭ জন সদস্য এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, সততা, শৃঙ্খলা, দক্ষতা ও ভ্রাতৃত্ববোধ—এই চারটি মূলমন্ত্র ধারণ করে নবীন সৈনিকদের পেশাগত জীবন গঠন করতে হবে। “আদেশ ও কর্তব্য পালনে যারা পিছপা হয় না তারাই প্রকৃত সৈনিক।”

নারী সৈনিকদের প্রতি বিশেষ বার্তায় তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়। আজকের নারী সৈনিকরা বিজিবির কার্যক্রমে গতি আনার পাশাপাশি বাহিনীর সুনাম ও সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

কুচকাওয়াজ শেষে মহাপরিচালক ১০৩তম ব্যাচের চৌকস সৈনিকদের পুরস্কৃত করেন। সেরা চৌকস রিক্রুট হিসেবে নির্বাচিত হন বক্ষ নম্বর ৫৭৪ সাইফ মিয়া।

আনুষ্ঠানিকতা শেষে আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং বিজিবির সুসজ্জিত ব্যান্ড দলের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল ২০২৫ সালের ২৬ জানুয়ারি। ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে ৬৯৪ জন রিক্রুট—৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী—সৈনিক জীবনে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন।

অনুষ্ঠানে বিজিবি, সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন, পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: বিজিবি

সর্বোচ্চ পঠিত