ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুলাই ১০ ০৯:৩১:৩৭
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। দুপুর ২টায় একযোগে অনলাইনে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

এবার আনুষ্ঠানিকতা ছাড়াই ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানিয়েছেন, ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড স্ব স্ব উদ্যোগে ফল প্রকাশ করবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেয় এই পরীক্ষায়।

ফল জানার উপায়:

১. অনলাইনে ফল:

পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ফল জানতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে।ঢাকা বোর্ডের জন্য: www.dhakaeducationboard.gov.bd

২. এসএমএসের মাধ্যমে:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:

SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর সাল

উদাহরণ:

SSC DHA 123456 2025

পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। (শুধুমাত্র টেলিটক নম্বর থেকে ফলাফল এসএমএসে পাওয়া যাবে)

৩. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:

ফলাফল সংশ্লিষ্ট স্কুল, মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।

পুনঃনিরীক্ষণের আবেদন:

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের বিজ্ঞপ্তিতে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফলাফল শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড অফিস থেকে সরবরাহ করা হবে না, শুধুমাত্র নির্ধারিত মাধ্যমেই পাওয়া যাবে।

ফল জানতে ভিজিট করুন: www.educationboardresults.gov.bd www.dhakaeducationboard.gov.bd

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত