ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে সফর বাতিলের পথে ভারত

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ০৪ ১৭:১২:৫৮
নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে সফর বাতিলের পথে ভারত

আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৭ আগস্ট থেকে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে সফরটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির সরকার বাংলাদেশে দলের সফর না করার পরামর্শ দিয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, “সরকার বলেছে, বাংলাদেশে পরিস্থিতি ঠিক নেই, সেখানে না যাওয়াই ভালো।” এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।

এদিকে ৩০ জুন বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “ভারতের বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা ইতিবাচক, তবে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

অন্যদিকে, পাকিস্তান দল যথাসময়ে বাংলাদেশ সফর করবে বলে বিসিবি নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব ও তরুণ প্রজন্মের মধ্যকার বিরূপ প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করছে। ফলে সফর বাস্তবায়ন নিয়ে দ্বিধায় রয়েছে বিসিসিআই।

শেষবার ২০২৪ সালে বাংলাদেশ সফর করেছিল ভারত। ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা, যার সবগুলোতেই জিতেছিল ভারত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত