ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে সফর বাতিলের পথে ভারত

আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৭ আগস্ট থেকে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে সফরটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির সরকার বাংলাদেশে দলের সফর না করার পরামর্শ দিয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, “সরকার বলেছে, বাংলাদেশে পরিস্থিতি ঠিক নেই, সেখানে না যাওয়াই ভালো।” এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।
এদিকে ৩০ জুন বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “ভারতের বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা ইতিবাচক, তবে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
অন্যদিকে, পাকিস্তান দল যথাসময়ে বাংলাদেশ সফর করবে বলে বিসিবি নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব ও তরুণ প্রজন্মের মধ্যকার বিরূপ প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করছে। ফলে সফর বাস্তবায়ন নিয়ে দ্বিধায় রয়েছে বিসিসিআই।
শেষবার ২০২৪ সালে বাংলাদেশ সফর করেছিল ভারত। ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা, যার সবগুলোতেই জিতেছিল ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা