ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৯ ০৯:৩৫:২০
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুটি ম্যাচের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এই স্কোয়াডে আছেন লিওনেল মেসি আর নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ।

২৪ বছর বয়সী লোপেজ এই মৌসুমে পালমেইরাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। ৪২ ম্যাচে ১৫ গোল করে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। দলে তার অন্তর্ভুক্তির ফলে বাদ পড়েছেন লাৎসিওর স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোস।

গত জুনের দলে থাকা এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ এবং ভালেন্তিন বার্কো এবার বাদ পড়েছেন। তাদের পরিবর্তে এসেছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা এবং ভালেন্তিন কারবোনি। প্রায় এক বছর পর চোট কাটিয়ে গোল করে ফেরার পর আবারও দলে ফিরেছেন কারবোনি। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে নেই এনজো ফার্নান্দেজ।

তরুণ প্রতিভাদের মধ্যেও ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এই তালিকায় আছেন। তবে চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবারও দলে নেই পাওলো দিবালা।

ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত