ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপের দলে নেই বাবর, ফিরতে হলে পূরণ করতে হবে দুই শর্ত

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৮ ১৫:২৬:০৫
এশিয়া কাপের দলে নেই বাবর, ফিরতে হলে পূরণ করতে হবে দুই শর্ত

আসন্ন এশিয়া কাপের পাকিস্তান দলে জায়গা হয়নি তারকা ব্যাটসম্যান বাবর আজমের। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই বাবরের টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলে ফিরতে হলে বাবরকে তার ব্যাটিংয়ের দুর্বলতা কাটাতে হবে, বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা এবং স্ট্রাইক রেট বাড়ানোর দিকে নজর দিতে হবে।

পাকিস্তানের অন্য ফরম্যাটের ব্যাটিং স্তম্ভ হলেও ৩০ বছর বয়সী বাবর গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। ধারাবাহিকতার অভাবে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দলেও তার জায়গা হয়নি। টিম ম্যানেজমেন্ট বাবরের অভিজ্ঞতার বদলে দুর্দান্ত ফর্মে থাকা সাহিবজাদা ফারহানের মতো তরুণদের ওপরই আস্থা রেখেছে। ফারহানকে বাবরের যোগ্য বিকল্প হিসেবেই ভাবা হচ্ছে।

এ প্রসঙ্গে কোচ মাইক হেসন বলেন, "বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতির জন্য বলা হয়েছে, যার মধ্যে স্পিন খেলার দক্ষতা এবং স্ট্রাইক রেট অন্যতম। সে এগুলো নিয়ে কঠোর পরিশ্রমও করছে। বাবরের মতো মাপের একজন ক্রিকেটারকে পুরোপুরি বিবেচনার বাইরে রাখা যায় না। তবে এটাও সত্যি যে, বর্তমান খেলোয়াড়রা অসাধারণ খেলছে। যেমন ফারহান মাত্র ছয় ম্যাচ খেলেই তিনবার ম্যাচসেরা হয়েছে।"

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের বিবেচনায় বাবরের ১২৯ স্ট্রাইক রেট কিছুটা ধীর। তাই দলে ফেরার পথ হিসেবে বাবরকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার পরামর্শ দিয়েছেন হেসন। তার মতে, "বাবরের মতো একজন খেলোয়াড়ের বিবিএলে খেলার সুযোগ রয়েছে। সেখানে নিজের টি-টোয়েন্টি দক্ষতা প্রমাণ করতে পারলেই জাতীয় দলে ফেরার পথ খুলে যাবে।"

উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তান ‘এ’ গ্রুপে রয়েছে। তাদের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর দুবাইতে ওমানের বিপক্ষে এবং এর দুই দিন পর একই ভেন্যুতে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত