ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
দুর্নীতি রোধে বিসিবিতে যোগ দিলেন অ্যালেক্স মার্শাল
ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)। এ লক্ষ্যে নিয়ে যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর প্রাক্তন কর্মকর্তা এবং আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনি আজ সোমবার (১৮ আগস্ট) ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২০১৯ সালে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আকসুকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। সেই সময় আকসুর নেতৃত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল। বিসিবি এখন তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে চায়।
অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে পুনর্গঠন করবেন এবং ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট ও আকু কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ পরিচালনা করবেন। পাশাপাশি আকুর অতীত কার্যক্রমের পর্যালোচনা করবেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে পড়েছে। আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে শক্তিশালী করার জন্য অ্যালেক্স মার্শালের মতো অভিজ্ঞ পরামর্শকের প্রয়োজন ছিল। তাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’
অ্যালেক্স মার্শাল ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পরে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও পান। ডোপিং ইউনিট আলাদা হওয়ায় বর্তমানে তিনি শুধুমাত্র দুর্নীতি দমন কার্যক্রমে মনোযোগী।
বাংলাদেশ ক্রিকেট দুর্নীতিমুক্ত রাখতে এ পদক্ষেপকে গুরুত্ব দিয়ে দেখছে ক্রিকেট সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়