ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সলিমুল্লাহ খানের স্মৃতি স্মরণে সালাহউদ্দিন আহমেদ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি কবি পরিষদের এক অনুষ্ঠানে তার বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি তুলে ধরেছেন। তিনি প্রখ্যাত বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খানসহ দেশের শীর্ষস্থানীয় কবি ও সাহিত্যিকদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেছেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় জীবনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ৩২৪ নম্বর কক্ষে থাকতেন যা মূলত সলিমুল্লাহ খানের কক্ষ ছিল। সলিমুল্লাহ খান তাকে আশ্রয় দিয়েছিলেন। সেই সুবাদে ঘরটি দেশের প্রবীণ কবিদের আড্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সালাহউদ্দিন উল্লেখ করেন সেখানে নিয়মিত কবি ফরহাদ মজহারসহ অন্যান্য সাহিত্যিকদের আনাগোনা থাকত। এই পরিবেশ তাকে কবিদের সঙ্গে সংস্পর্শের সুযোগ দিয়েছিল যদিও নিজে কবি হতে পারেননি।
তিনি আরও স্মরণ করেন, সলিমুল্লাহ খান কবি হওয়ার চেষ্টা করেছিলেন। একবার তিনি ‘আকাশের স্বপ্ন’ শিরোনামের একটি কবিতা লিখেছিলেন কিন্তু এরপর আর লেখালেখি শুরু করতে পারেননি। সালাহউদ্দিন আহমেদ মনে করেন, সলিমুল্লাহ খান যা হতে চেয়েছিলেন তা হয়নি কিন্তু যা হতে চাননি তা হয়েছে। তিনি সলিমুল্লাহ খানকে সমকালীন বাংলাদেশের একজন মেধাবী ও জ্ঞানী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার দৃঢ় ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে কবি পরিষদের পক্ষ থেকে ১১-দফা সম্বলিত একটি সাংস্কৃতিক সনদ বা ‘চার্টার অফ কালচার’ উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই সনদটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তিনি উল্লেখ করেন, সনদের অনেক বিষয়ই বিএনপি ইতোমধ্যে বিভিন্ন সময়ে উচ্চারণ করেছে।
তিনি আরও বলেন, সংবিধান ও রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন এমনভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একত্রিত করবে। বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণ-অভ্যুত্থানের মর্যাদা সংরক্ষণ ও সম্মানজনকভাবে সংবিধানে প্রতিফলিত হওয়া উচিত। তার মতে, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল আদর্শ — সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার — রাষ্ট্র পরিচালনার মূলনীতি হওয়া দরকার।
সালাহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন, সংবিধানের প্রস্তাবনায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের ইচ্ছা ও অভিপ্রায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে প্রধান সমস্যা হলো এই আদর্শগুলোর বাস্তবায়ন। তিনি মনে করেন এ আদর্শগুলোর সঠিক বাস্তবায়নই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত