ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বাজে ব্যাটিংয়, ম্যাচ হারল বাংলাদেশ এ দল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৭ ১৯:৩৩:৩৬
বাজে ব্যাটিংয়, ম্যাচ হারল বাংলাদেশ এ দল

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল ফের হেরেছে। রোববার ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে পার্থ স্কর্চার্স একাডেমির কাছে ৫ উইকেটে হেরে বসেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেটের ধাক্কা খায় টাইগাররা। একের পর এক ব্যর্থতার ফলে চাপে পড়ে দল। শেষ পর্যন্ত দল ঘুঁরে দাঁড়াতে ব্যর্থ হয়।

ব্যাটিংয়ে আফিফ ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল।

বাংলাদেশের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পার্থ স্কর্চার্স মাত্র ১৮ ওভারে ৫ উইকেট হাতে রেখে সহজে জয় অর্জন করে।

এই পরাজয়ের ফলে ৩ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ১১ দলের টুর্নামেন্টে বাংলাদেশ এ দল অবস্থান করছে অষ্টম স্থানে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত