ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

পাকিস্তানে আবাসিক ভবন ধস, বহু নিখোঁজ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৪ ১৬:০৭:৩১
পাকিস্তানে আবাসিক ভবন ধস, বহু নিখোঁজ

পাকিস্তানের করাচি শহরের লিয়ারি এলাকার লি মার্কেটে ছয়তলা একটি আবাসিক ভবন ধসে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ এখনও চলছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় চিপা ওয়েলফেয়ার সংস্থার বরাতে সামা টিভি জানায়, এখন পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে তিনজন নারী। আহতদের মধ্যে রয়েছেন ফাতিমা (৫০), চাঁদা (৩৫), সুনীতা (৩৫), রশিদ (২৫) এবং ইউসুফ (৪৫)। ধারণা করা হচ্ছে এখনও অন্তত ২৫ থেকে ৩০ জন ধ্বংসস্তুপে আটকে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসে পড়ার পরপরই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। করাচি রেঞ্জার্স সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন এবং দুর্ঘটনাস্থলের পাশের একটি ভবন সুরক্ষার স্বার্থে খালি করে ফেলা হয়েছে।

সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসবিসিএ) মহাপরিচালক ইসহাক খুহরো জানান, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবনটি ১৯৭৯ সালের আগে নির্মিত বলে জানা গেছে এবং পুরো ঘটনার ওপর একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ভবন ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এসবিসিএ-কে করাচির সব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা জমা দিতে এবং উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্থানীয় সরকারমন্ত্রী সাঈদ গনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন দিনের মধ্যে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বলা হয়েছে। মন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লি মার্কেট: ঐতিহাসিক এক জনবহুল বাজার

লি মার্কেট করাচির দক্ষিণাঞ্চলের লিয়ারি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক বাজার। ব্রিটিশ প্রকৌশলী মীশাম লিয়ারের নামে ১৯২৭ সালে এই বাজারের নামকরণ করা হয়। এক সময় এটি করাচির অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র ছিল যেখানে দুধ, মাছ, মাংস ও শাকসবজিসহ নানা পণ্য বিক্রি হতো।

বাজারের অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে প্রাচীন ঘড়ি টাওয়ার যা আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে এখানে মাংস বিক্রেতাদের জন্য পৃথক ভবন নির্মিত হয়েছিল, যা বাজারের পরিধি ও গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত