ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইরানের মাটিতে বসেই যেভাবে গুপ্তচরবৃত্তি করছে মোসাদ?

বহুদিনের গোপন তৎপরতার পর অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ এক সামরিক কমান্ডারসহ ১৪ জন পরমাণু বিজ্ঞানী। পুরো অভিযান বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছে ইরানে সক্রিয় মোসাদের গুপ্তচররা।
এই ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—ইরানে ঠিক কতজন মোসাদ সদস্য এখনো সক্রিয়? বিশেষ করে রাজধানী তেহরানে তারা কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে?
সেল সংখ্যা ও গঠন
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তথ্যমতে, ইরানে মোসাদের ৩০ থেকে ৪০টি সেল সক্রিয় রয়েছে। যার অধিকাংশই স্থানীয় সহযোগীদের মাধ্যমে পরিচালিত হয়। যা ইরানকে অস্থিতিশীল রাখতে প্রভাবিত করছে। প্রতিটি সেল ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত। কিছু আবার অস্ত্র/ড্রোন চালনা, কিছু নজরদারি ও তথ্য সংগ্রহ করে এবং কিছু সরাসরি হামলা চালায়।
অপারেশন রাইজিং লায়ন ও ড্রোন বেস
মোসাদ ২০২৪–২৫ সালে ইরানে বেগুনি ব্যাগ, ট্রাক, কন্টেইনার ব্যবহার কর ড্রোন পার্টস, বিস্ফোরক ও কমান্ডো সদস্য প্রবেশ করায়। ইরানে গোপনভাবে একটি ড্রোন বেস প্রতিষ্ঠা ও এক্সপ্লোসিভ ইউএভি গুদাম করে। যা এয়ার-ডিফেন্স ও ক্ষেপণাস্ত্র সাইটে হামলা চালায়। এই বেসই সর্বপ্রথম ইরানে হামলা চালায়।
সিক্রেট কমান্ডো
মোসাদের কমান্ডো ইউনিট গোপনীতা রক্ষা করে ইরানে অবস্থান নেয়। যেখান থেকে তারা এয়ার ডিফেন্স সিস্টেম ও স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারে।
সেল ভ্যালিডেশন ও যোগাযোগ রক্ষণাবেক্ষণ
মোসাদ তার সেলের সদস্যদের স্থায়ী পরীক্ষা ও পড়াশোনার মাধ্যমে সংগঠিত করে। যেমন- নিরাপত্তা যাচাই, ল্যাপটপ/ফোন ‘অফ-গ্রিড’ রাখা, গোপন সংকেত ব্যবহার ইত্যাদি। কার্যক্রমে অংশগ্রহণের আগে সহযোগীদের ট্রেনিং, পরিচয়ভিত্তিক যাচাইকরণ এবং খারাপ পরিস্থিতিতে রিমোট কমান্ড–রিলেশনশিপ মেনেই তারা গনোয়া হয় ।
সিআইএ ও আন্তর্জাতিক সমন্বয়
তথ্য অনুযায়ী, মোসাদ ইরানে যানবাহন ও ড্রোন বেস সিআইএর সহযোগিতায় গড়ে তোলে। যাতে তাদের হামলায় দৃশ্যমান সমর্থন থাকে।
সম্প্রতি ইরানজুড়ে মোসাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে তেহরান। দেশটির নিরাপত্তা বাহিনী একাধিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬ জনের বিরুদ্ধে মৃত্যুপর্যন্ত শাস্তি কার্যকর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার