ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
ইরানের মাটিতে বসেই যেভাবে গুপ্তচরবৃত্তি করছে মোসাদ?
বহুদিনের গোপন তৎপরতার পর অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ এক সামরিক কমান্ডারসহ ১৪ জন পরমাণু বিজ্ঞানী। পুরো অভিযান বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছে ইরানে সক্রিয় মোসাদের গুপ্তচররা।
এই ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—ইরানে ঠিক কতজন মোসাদ সদস্য এখনো সক্রিয়? বিশেষ করে রাজধানী তেহরানে তারা কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে?
সেল সংখ্যা ও গঠন
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তথ্যমতে, ইরানে মোসাদের ৩০ থেকে ৪০টি সেল সক্রিয় রয়েছে। যার অধিকাংশই স্থানীয় সহযোগীদের মাধ্যমে পরিচালিত হয়। যা ইরানকে অস্থিতিশীল রাখতে প্রভাবিত করছে। প্রতিটি সেল ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত। কিছু আবার অস্ত্র/ড্রোন চালনা, কিছু নজরদারি ও তথ্য সংগ্রহ করে এবং কিছু সরাসরি হামলা চালায়।
অপারেশন রাইজিং লায়ন ও ড্রোন বেস
মোসাদ ২০২৪–২৫ সালে ইরানে বেগুনি ব্যাগ, ট্রাক, কন্টেইনার ব্যবহার কর ড্রোন পার্টস, বিস্ফোরক ও কমান্ডো সদস্য প্রবেশ করায়। ইরানে গোপনভাবে একটি ড্রোন বেস প্রতিষ্ঠা ও এক্সপ্লোসিভ ইউএভি গুদাম করে। যা এয়ার-ডিফেন্স ও ক্ষেপণাস্ত্র সাইটে হামলা চালায়। এই বেসই সর্বপ্রথম ইরানে হামলা চালায়।
সিক্রেট কমান্ডো
মোসাদের কমান্ডো ইউনিট গোপনীতা রক্ষা করে ইরানে অবস্থান নেয়। যেখান থেকে তারা এয়ার ডিফেন্স সিস্টেম ও স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারে।
সেল ভ্যালিডেশন ও যোগাযোগ রক্ষণাবেক্ষণ
মোসাদ তার সেলের সদস্যদের স্থায়ী পরীক্ষা ও পড়াশোনার মাধ্যমে সংগঠিত করে। যেমন- নিরাপত্তা যাচাই, ল্যাপটপ/ফোন ‘অফ-গ্রিড’ রাখা, গোপন সংকেত ব্যবহার ইত্যাদি। কার্যক্রমে অংশগ্রহণের আগে সহযোগীদের ট্রেনিং, পরিচয়ভিত্তিক যাচাইকরণ এবং খারাপ পরিস্থিতিতে রিমোট কমান্ড–রিলেশনশিপ মেনেই তারা গনোয়া হয় ।
সিআইএ ও আন্তর্জাতিক সমন্বয়
তথ্য অনুযায়ী, মোসাদ ইরানে যানবাহন ও ড্রোন বেস সিআইএর সহযোগিতায় গড়ে তোলে। যাতে তাদের হামলায় দৃশ্যমান সমর্থন থাকে।
সম্প্রতি ইরানজুড়ে মোসাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে তেহরান। দেশটির নিরাপত্তা বাহিনী একাধিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬ জনের বিরুদ্ধে মৃত্যুপর্যন্ত শাস্তি কার্যকর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল