ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

নতুন বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই: তথ্য উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৬ ১৯:৪৫:২৮

নতুন বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার কোনো জায়গা নেই। তিনি বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে যুক্তি-তর্কের বদলে হত্যাচেষ্টা বা সহিংসতার পথ বেছে নেওয়া কাপুরুষোচিত কাজ। এতে কোনো বীরত্ব নেই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, বরং এটি গণতন্ত্র পুনর্গঠনের একটি নির্ণায়ক মুহূর্ত। এই নির্বাচন এক অর্থে গণভোটও। জনগণ সংস্কারের বিষয়ে সরাসরি তাদের মতামত জানানোর সুযোগ পাবে, যার ভিত্তিতে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।’

তিনি আরও বলেন, সরকার একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত নির্বাচনের দিকে এগোচ্ছে। তবে একটি মহল জনগণকে ভয় দেখিয়ে এই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে উল্লেখ করে তিনি রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রিজওয়ানা হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে যে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, ফেব্রুয়ারির নির্বাচন সেই লক্ষ্য অর্জনের যাত্রার সূচনা হতে পারে। সরকার তখনই সফল হবে, যখন সুষ্ঠু নির্বাচন, বিচার এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ