ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রধান উপদেষ্টা

'শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে'

২০২৫ ডিসেম্বর ১৬ ২০:৫৬:০৮

'শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে'

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বা সংস্কার কাঠামোর ওপর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং রায় কার্যকরের জন্য তাকে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত পাঠাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে জনগণ হ্যাঁ/না ভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সংস্কার কাঠামোর পক্ষে বা বিপক্ষে মতামত দেবেন। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বাংলাদেশের চরিত্র ও রাষ্ট্রকাঠামো।’

জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত। হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা যেখানেই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি জানান, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা দিয়েছে। তার চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে দেশে বা বিদেশে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

তিনি জানান, প্রথমবারের মতো লাখ লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া বিচার বিভাগকে পৃথক সচিবালয়ের মাধ্যমে স্বাধীন করা হয়েছে এবং পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে।

ভাষণের শেষে প্রধান উপদেষ্টা তরুণদের রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ