ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
ইরানে হামলা নিয়ে মার্কিন সামরিক গোপন কৌশল ফাঁস
.jpg)
ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ১৫ বছরের দীর্ঘ প্রস্তুতির ফল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেনারেল কেইন জানান, ইরানের পাহাড়ের গভীরে গোপনে চালানো একটি পারমাণবিক প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্র ১৫ বছর আগে প্রথম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। এরপর থেকেই ফোরদোকে লক্ষ্য করে পরিকল্পনা, অস্ত্র ডিজাইন এবং সরবরাহ কার্যক্রম চলেছে।
এই অভিযানে ইরানের ফোরদো স্থাপনায় ছয়টি বোমা নিক্ষেপ করা হয়, যা ছিল বাঙ্কার-বাস্টার শ্রেণির অস্ত্র। তিনি বলেন, হামলার সময় ইরান প্রতিরোধের চেষ্টা করেছিল, তবে সাফল্য অর্জনে আমরা সক্ষম হয়েছি।
উল্লেখ্য, গত ১৩ জুন দিনগত রাতে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি বিস্ময়কর হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায়। এতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, দশজন পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৬০০ জন নিহত হন।
এর পাল্টা জবাবে ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস-৩। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে, ফলে সামান্য হতাহতের বিপরীতে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের।
দুই দেশের সংঘাতের মধ্যেই ২১ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। জবাবে ২৩ জুন রাতে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাৎক্ষণিকভাবে ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেন।
শেষ পর্যন্ত ২৪ জুন দুপুরে যুদ্ধবিরতির বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এবং পরে ইরানও এক বিবৃতিতে তা স্বীকার করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি