ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

 ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৬ ১৫:৪২:২৮
 ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার

পাকিস্তানে বড় ধরনের নাশকতা ঠেকাতে সফল অভিযান চালিয়েছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। ‘অপারেশন ইয়ালঘর’ নামের এই বিশেষ অভিযানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয়জন সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি গুপ্তচর নেটওয়ার্কও উন্মোচিত হয়েছে।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে সিটিডি। বৃহস্পতিবার (২৬ জুন) লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অপারেশনস শেহজাদা সুলতান জানান, বাহাওয়ালনগর থেকে আসলাম ও আকবর আলী নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করছিল বলে পুলিশ জানিয়েছে।

সিটিডির পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ভারতের গোয়েন্দা কর্মকর্তা মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের সরাসরি নির্দেশনায় কাজ করছিল। তাদের কাছ থেকে আইইডি, ডেটোনেটর, সেফটি ফিউজ, গোপন মানচিত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা বাহাওয়ালপুরের একটি মসজিদ এবং রেলস্টেশনে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে।

অভিযানে আরও গ্রেপ্তার হন আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে ক্বারী (উভয়ই বাহাওয়ালনগরের বাসিন্দা), পাকপত্তনের আমজাদ এবং বাহাওয়ালপুরে ধরা পড়েন দুবাই থেকে অর্থায়নের অভিযোগে জুলফিকার নামের এক ব্যক্তি।

সিটিডির দাবি, গ্রেপ্তারকৃতদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংযোগের অডিও রেকর্ডও উদ্ধার করা হয়েছে যাতে লক্ষ্যবস্তু হত্যা ও সংবেদনশীল স্থানে হামলার পরিকল্পনা উঠে এসেছে।

এআইজি সুলতান বলেন, ভারতের উদ্দেশ্য পাকিস্তানকে অস্থিতিশীল করা হলেও নিরাপত্তা সংস্থাগুলো এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত