ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পরমাণু স্থাপনা নিয়ে যে ক্ষতির কথা স্বীকার করল ইরান

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৫ ২২:১৫:১৯
পরমাণু স্থাপনা নিয়ে যে ক্ষতির কথা স্বীকার করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এসমাইল বাঘাঈ বলেন, "হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"

তিনি আরও বলেন, "এটা নিশ্চিত, কারণ এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে।"

ইরানের এই মুখপাত্র বলেন, "এ বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়।"

বাঘাঈ জানান, "ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছে।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত