ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
আরাফার ময়দানে দোয়া ও ইবাদতে মশগুল হাজিরা

হজের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ‘আরাফায় অবস্থান’ পালনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (৮ জিলহজ ৫ জুন) ভোর থেকেই আরাফার ময়দানে সমবেত হচ্ছেন লাখো হাজি। সেখানে তারা আল্লাহর দরবারে দোয়া, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতে সময় কাটাচ্ছেন।
সৌদি আরবের হজ কর্তৃপক্ষ হাজিদের প্রতি অনুরোধ জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রচণ্ড রোদ ও উত্তাপের কারণে তাঁবুর বাইরে বের না হওয়ার জন্য। মরুভূমির উত্তপ্ত পরিবেশে দিনের এই সময়টিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।
ভোররাত থেকেই হাজিরা জাবালে রহমত পাহাড় ও এর আশপাশের সমতল ভূমিতে জড়ো হতে শুরু করেন। এই ঐতিহাসিক স্থানেই হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।গরম এড়াতে অনেকেই রঙিন ছাতা নিয়ে আসেন এবং সকাল থেকেই ইবাদতে মশগুল হন।
সূর্যাস্তের পর হাজিরা আরাফা থেকে মুজদালিফার দিকে যাত্রা করবেন। মিনার ও আরাফার মধ্যবর্তী এই স্থানে তারা রাতে অবস্থান করবেন এবং পরদিন শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন।
হাজিদের আবেগঘন মুহূর্ত
৩৩ বছর বয়সী পাকিস্তানি হাজি আলী বলেন, “প্রতি বছর টেলিভিশনে হজের দৃশ্য দেখতাম আর ভাবতাম—আহ! আমি যদি এখানে থাকতে পারতাম।” তিনি জানান, তিন বছর ধরে চেষ্টা করার পর এবার হজে আসতে পেরেছেন। জাবালে রহমতের দিকে তাকিয়ে তিনি বলেন, “নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে।”
পাহাড়ের গায়ে ও পাদদেশে শত শত হাজি ইহরাম পরে একাগ্রচিত্তে দোয়া ও ইবাদতে মগ্ন আছেন। কেউ কেউ স্মৃতির জন্য ছবি তুলছেন।
৫৪ বছর বয়সী সিরিয়ান হাজি আদেল ইসমাইল জানান, প্রচণ্ড রোদ থেকে বাঁচতে আগে চলে এসেছেন আরাফায়। তিনি বলেন, “পরে তাঁবুর ভেতরে নামাজ আদায় করব।”
হজে অংশ নেওয়া মিসরের এক নারী হাজি ইমান আবদেল খালেক বলেন, “গত ১০ বছর ধরে হজের অপেক্ষায় ছিলাম। একসময় তো আশা ছেড়েই দিয়েছিলাম। আজ এখানে এসে মনে হচ্ছে স্বপ্ন পূরণ হয়েছে।”
হাজিদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতকরণ
হাজিদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও প্রায় আড়াই লাখ কর্মী নিয়োজিত করেছে। ছায়াযুক্ত এলাকা বাড়ানো হয়েছে ৫০ হাজার বর্গমিটার বা ১২ একর, স্থাপন করা হয়েছে ৪০০টিরও বেশি কুলিং ইউনিট চিকিৎসাসেবা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে হাজার হাজার স্বাস্থ্যকর্মী।
তথ্য : আরব নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা