ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
শক্তিশালী পাসপোর্টের তালিকায় অগ্রগতি বাংলাদেশের
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত ২০২৫ সালের সাম্প্রতিক ত্রৈমাসিক হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে রয়েছে ৯৪তম অবস্থানে, যেখানে ২০২৪ সালে অবস্থান ছিল ৯৭তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে তৈরি এই র্যাংকিংয়ে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল প্রবেশাধিকারকেই মূল মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।
এবারের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষে ছিল ছয়টি দেশ- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া; এই দুই দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি ইউরোপীয় দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন, যাদের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন, যাদের পাসপোর্ট ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়। পঞ্চম স্থানে রয়েছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে যেতে পারেন ভিসা ছাড়া। ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যার পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড- এসব দেশের পাসপোর্ট ১৮৫টি দেশে প্রবেশাধিকার দেয়। অষ্টম স্থানে রয়েছে কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে যেতে পারেন ভিসা ছাড়াই। নবম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া- ১৮৩টি দেশে যাতায়াতের সুযোগ রয়েছে এদের নাগরিকদের। আর দশম স্থানে রয়েছে আইসল্যান্ড, লিথুয়ানিয়া ও যুক্তরাষ্ট্র- যাদের পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা