ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
শক্তিশালী পাসপোর্টের তালিকায় অগ্রগতি বাংলাদেশের

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত ২০২৫ সালের সাম্প্রতিক ত্রৈমাসিক হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে রয়েছে ৯৪তম অবস্থানে, যেখানে ২০২৪ সালে অবস্থান ছিল ৯৭তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে তৈরি এই র্যাংকিংয়ে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল প্রবেশাধিকারকেই মূল মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।
এবারের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষে ছিল ছয়টি দেশ- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া; এই দুই দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি ইউরোপীয় দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন, যাদের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন, যাদের পাসপোর্ট ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়। পঞ্চম স্থানে রয়েছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে যেতে পারেন ভিসা ছাড়া। ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যার পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড- এসব দেশের পাসপোর্ট ১৮৫টি দেশে প্রবেশাধিকার দেয়। অষ্টম স্থানে রয়েছে কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে যেতে পারেন ভিসা ছাড়াই। নবম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া- ১৮৩টি দেশে যাতায়াতের সুযোগ রয়েছে এদের নাগরিকদের। আর দশম স্থানে রয়েছে আইসল্যান্ড, লিথুয়ানিয়া ও যুক্তরাষ্ট্র- যাদের পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা