ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের মূল ফটকে তালা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৩ ১১:৫১:৫৮
মাইলস্টোনের মূল ফটকে তালা

আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতিও। তবে প্রতিষ্ঠানটির সামনে গেটের বাইরের রাস্তাজুড়ে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা গেছে।

বুধবার (২৩ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হতে থাকে। গণমাধ্যমের ক্যামেরাগুলো স্থির হয়ে আছে তালাবদ্ধ সেই গেটের দিকে। মাঝে মধ্যে ভেতর থেকে কেউ বের হলে ছুটে যাচ্ছে ক্যামেরা আর মাইক্রোফোন।

স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, মাত্র দুই দিন আগেও যেখানে বাচ্চারা খেলতো, এখন সেখানে তালা ঝুলছে। কেউ ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু মনটা বারবার টানছে।

ক্যাম্পাস জুড়ে এখনও কড়া নিরাপত্তাব্যবস্থা। গেটের ভেতরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাকর্মী। কেউ ভেতরে প্রবেশের চেষ্টা করলেই তাকে বাধা দেওয়া হচ্ছে।

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা নির্ধারণ এবং আহত, নিহত ও নিখোঁজদের বিস্তারিত তথ্য সংরক্ষণের জন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (যার মেয়ে যাইমা জাহান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী), এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দ্বাদশ শ্রেণির মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

এই কমিটিকে বলা হয়েছে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করতে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত