ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

তাপমাত্রা বাড়তে পারে ঢাকা ও আশপাশের এলাকায়

২০২৫ জুলাই ২৩ ১০:৪৯:০২

তাপমাত্রা বাড়তে পারে ঢাকা ও আশপাশের এলাকায়

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলতে পারে।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনভর ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তাই বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে বের হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত