ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্ত: হতাহতের সঠিক তথ্য সংখ্যা জানতে তদন্ত কমিটি গঠন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৩ ১২:১১:২৬
বিমান বিধ্বস্ত: হতাহতের সঠিক তথ্য সংখ্যা জানতে তদন্ত কমিটি গঠন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানা-সহ তালিকা প্রস্তুত করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তের ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা ও পরিচয় নিরূপণে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কমিটিকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত