ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শিগ‌গিরই দেশে পৌঁছাবে বিদেশী অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার-নার্স

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৩ ১২:৫৮:৪৫
শিগ‌গিরই দেশে পৌঁছাবে বিদেশী অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার-নার্স

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসা দিতে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগ‌গিরই ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

২১ জুলাই ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। এসময় তিনি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল খুব শিগগিরই ঢাকায় পৌঁছাবে। তারা আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ভারতীয় বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করতে পারেন।

চিকিৎসা দলের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে আরও একটি চিকিৎসা দল পাঠানোর সম্ভাবনার কথাও জানিয়েছে হাইকমিশন।

উল্লেখ্য, আহতদের ভারতে চিকিৎসা দেওয়ার প্রস্তাব দিয়ে এরইমধ্যে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত