ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
মোদিকে টেমু ও কাশ্মিরের ক’সাই বললেন বিলাওয়াল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’ বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। তার ভাষায়, মোদি নেতানিয়াহুর মতোই, তবে কমদামী বা সস্তা সংস্করণ।
জাতিসংঘ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মোদিকে ‘কাশ্মিরের কসাই’ বলেও উল্লেখ করেন বিলাওয়াল।
আজ বুধবার (৪ জুন) এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
টেমু (Temu) মূলত একটি জনপ্রিয় চীনা অনলাইন মার্কেটপ্লেস, যেখানে অতি সস্তায় নানা পণ্য পাওয়া যায়। তবে এসব পণ্যের মান অনেক সময়ই নিম্নমানের হয় বা সেগুলো হয় আসল পণ্যের মানহীন অনুকরণ।
তাই কাউকে “টেমু ভার্সন” বলা মানে হলো—তিনি মূল ব্যক্তির অনুকরণ মাত্র, কিন্তু মানে ও মর্যাদায় অনেক পিছিয়ে। এটি মূলত কম দামী, কম মানের কপিরূপ বোঝাতে ব্যবহৃত একটি উপমা।
পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কমদামী সংস্করণ—যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে।”
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ভারত ইসরায়েলের খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদিকে ‘কাশ্মিরের কসাই’ আখ্যায়িত করে বিলাওয়াল বলেন, “মোদি কাশ্মিরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমননীতির চেষ্টা করছেন।”
বিলাওয়াল বলেন, “পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ এবং ‘র’ যদি একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, “যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসাথে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানেও সন্ত্রাস অনেক কমে যাবে।”
বিলাওয়াল বলেন, “পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সঙ্ঘাতের আশঙ্কা এখনও বিদ্যমান। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা জরুরি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এ ঘটনাকে তিনি ‘শুধু একটি সূচনা’ বা প্রাথমিক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করেন।
বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “সংলাপ ও কূটনৈতিক পথই একমাত্র টেকসই সমাধান। পাকিস্তান এখনো সন্ত্রাসবিরোধী ইস্যুতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার হুমকি কার্যকর করে, তবে তা হবে জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটিকে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে।”
বিলাওয়াল ভুট্টো বলেন, “২০ কোটি মানুষের পানি বন্ধ করার হুমকি দেওয়া একটি বিপজ্জনক কাজ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তা অপরাধ।”
সংবাদ সম্মেলনের আগে পাকিস্তানি প্রতিনিধি দল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি ক্যারোলিন রডরিগেজ-বার্কেটের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা ভারতের “একতরফা আগ্রাসনের” বিষয়টি তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন