ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
গাজা দখল রুখতে মুসলিম বিশ্বকে একজোট হওয়ার ডাক তুরস্কের

ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৯ আগস্ট) কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই জোরালো মন্তব্য করেন।
তুরস্কের মতোই এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে আঞ্চলিক শক্তি মিসরও। এর আগে শুক্রবার উভয় দেশই ইসরায়েলের এই পদক্ষেপকে ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ হিসেবে আখ্যা দিয়েছিল।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ইসরায়েলের এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি অভিযোগ করেন, "ফিলিস্তিনিদের অভুক্ত রেখে তাদের জমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করাই ইসরায়েলের নীতি। ইসরায়েলকে সমর্থন করার মতো কোনো গ্রহণযোগ্য অজুহাত নেই।"
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, "গাজায় যা ঘটছে, তা কেবল ফিলিস্তিনিদের বা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, এটি অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতি। ইসরায়েলের এই পরিকল্পনা অগ্রহণযোগ্য।" তিনি জানান, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে মিসরের পূর্ণ সমন্বয় রয়েছে।
তবে গাজায় অনাহারের নীতি অনুসরণের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, ২০২৩ সালের অক্টোবরে হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠী হামাস আত্মসমর্পণ করলেই যুদ্ধ শেষ হতে পারে।
এদিকে, ওআইসির মন্ত্রিপরিষদ কমিটি এক বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনাকে ‘বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি’, ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘শান্তির সব সুযোগ ধ্বংসের পাঁয়তারা’ বলে আখ্যা দিয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে। ওআইসি বিশ্বের পরাশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই সংকটে তাদের আইনি ও মানবিক দায়িত্ব পালনের এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ট্রাম্পের ২৫% শুল্কের জবাবে মুখ খুললেন মোদি
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ