ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
যুদ্ধ থামাতে আলাস্কায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৫ আগস্ট আলাস্কায় এক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠকের ঘোষণা দেন, যা পরে ক্রেমলিন থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই একটি বিতর্কিত ‘ভূমি ছেড়ে শান্তি’র প্রস্তাব ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
এই বৈঠকের প্রেক্ষাপটে রয়েছে একটি সম্ভাব্য সমঝোতা প্রস্তাব, যেখানে যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউস একটি প্রস্তাব নিয়ে ইউরোপীয় নেতাদের রাজি করানোর চেষ্টা করছে, যেখানে রাশিয়াকে পুরো দোনবাস অঞ্চল এবং ক্রিমিয়ার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হবে। এর বিনিময়ে, রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে।
তবে এমন কোনো প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার সাফ কথা, "ইউক্রেনের জনগণ দখলদারদের হাতে নিজেদের জমি উপহার দেবে না।" যদিও ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সম্প্রতি ট্রাম্পের এক দূতের কাছে একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন। ফলে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা এমন কোনো প্রস্তাবে রাজি হবে কিনা, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। নির্দিষ্ট অঞ্চল বিনিময়ের প্রস্তাবের বাইরেও মস্কোর দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে—ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাদ দিয়ে একটি নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হওয়া, দেশটির সেনাবাহিনীর আকার কমানো এবং রাশিয়ার ওপর থেকে সব পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কির যোগ দেওয়ার সুযোগ এখনো আছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন। ট্রাম্পও একটি ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে আশা প্রকাশ করে বলেছেন, "ইউরোপীয় নেতারা শান্তি চান, প্রেসিডেন্ট পুতিন শান্তি চান এবং জেলেনস্কিও শান্তি চান।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ট্রাম্পের ২৫% শুল্কের জবাবে মুখ খুললেন মোদি
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস