ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে শুক্রবার তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে যুক্তরাজ্য আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে—ব্রিটেনের এমন পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স এই মন্তব্য করেন। তিনি বলেন, "গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির মানে কী হবে, তা আমি বুঝতে পারছি না।"
লন্ডনে দুই নেতার এই বৈঠকে ইসরায়েল-হামাস যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং বৈশ্বিক অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। যুক্তরাজ্য যেখানে শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার পক্ষে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার ওপর জোর দিচ্ছেন।
ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন কি না, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, "বিশ্বের ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হলে, তা অনেক আগেই হয়ে যেত।"
রাজনৈতিক ও নীতিগত এই মতপার্থক্য সত্ত্বেও লেবার পার্টির সদস্য ল্যামি এবং ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থক রিপাবলিকান ভ্যান্সের মধ্যে একটি ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে উঠেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যামি জানিয়েছেন, অকার্যকর শ্রমিক শ্রেণির শৈশব এবং খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বাস—এই দুটি অভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে তাদের মধ্যে এই সম্পর্ক তৈরি হয়েছে। ল্যামি বলেন, "আমি জেডিকে একজন বন্ধু মনে করি।"
চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে ভ্যান্সের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ল্যামি এবং পরবর্তীতে রোমেও তাদের সাক্ষাৎ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ট্রাম্পের ২৫% শুল্কের জবাবে মুখ খুললেন মোদি
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস