ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় তথ্য প্রকাশ করল বিমানবাহিনী প্রধান

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৯ ১৫:৫৮:৩৮
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় তথ্য প্রকাশ করল বিমানবাহিনী প্রধান

গত জুন মাসে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং। তিনি দাবি করেছেন, এই অভিযান চলাকালে ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস করেছে।

শুক্রবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতীয় বিমানবাহিনীর এক অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, "আমরা পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান এবং একটি সামরিক কার্গো বিমান ধ্বংস করেছি।" তিনি জানান, ভূমি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে রকেট নিক্ষেপ করে বিমানগুলো ভূপাতিত করা হয়, যা একটি রেকর্ড।

বিমানবাহিনীর প্রধান আরও নিশ্চিত করেন যে, এই ছয়টি বিমানই রাশিয়ার তৈরি 'এস-৪০০' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, "আমাদের এয়ার ডিফেন্স দুরন্ত কাজ করেছে। রাশিয়ার তৈরি এস-৪০০ সিস্টেম, যেটা আমরা সম্প্রতি মোতায়েন করেছিলাম সেটা খেলা ঘুরিয়ে দিয়েছিল।"

এর পাশাপাশি, পাকিস্তানের জাকোবাবাদে অবস্থিত সামরিক ঘাঁটিতেও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন তিনি। এয়ার চিফ মার্শাল জানান, সেখানে থাকা এফ-১৬ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গারের অর্ধেকই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তিনি ধারণা করছেন যে হ্যাঙ্গারের ভেতরে থাকা বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে এক জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে।

এই উত্তেজনার মধ্যেই ৪ থেকে ৭ জুন পর্যন্ত ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে। পরবর্তীতে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত