ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

এনসিপি থেকে পদত্যাগ করলেন চার নেতা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৯ ২৩:৫৫:১৭
এনসিপি থেকে পদত্যাগ করলেন চার নেতা

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) মাদারীপুরের শিবচর উপজেলা কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- এনসিপির শিবচর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক।

তারা জানান, দেশের কল্যাণ ও একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হন। পরে সংগঠনটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে পরিচিতি পেলে স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হন। তবে দুঃখজনকভাবে শিবচর উপজেলা কমিটির নেতৃত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য। এর ফলে প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্বের কারণে শিবচরে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন ও টেকসই উন্নয়ন সম্ভব হচ্ছে না। যদিও তাদের রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত, তবুও তারা দেশপ্রেম এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বশবর্তী হয়ে দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ অবস্থা ও পারিবারিক চাপে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

দীর্ঘ আত্মসমালোচনা ও গভীর চিন্তাভাবনার পর তারা সজাগ ও স্বেচ্ছায় এনসিপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তারা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত নন।

সবশেষে তারা বলেন, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। শিবচরবাসীর কাছেও ক্ষমা

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত