ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
জাতিসংঘে পাকিস্তান
ভারতের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় শান্তি বিনষ্টের অভিযোগ
.jpg)
ভারতের জন্য দক্ষিণ এশিয়ায় শান্তি হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সদস্যদের কাছে ভারতের সাম্প্রতিক কার্যক্রমের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য যে হুমকি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে অবহিত করেছে।
প্রতিনিধি দলে ছিলেন তিনজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, দুইজন সাবেক পররাষ্ট্র সচিব, দুইজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং একজন বর্তমান মন্ত্রী। তারা নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে গিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিনিধিদলটি ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ, উস্কানিমূলক বক্তব্য এবং ইন্দাস পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে।’
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেন, “ভারতের পাকিস্তানের শহরাঞ্চল লক্ষ্য করে হামলা ও ইন্দাস পানি চুক্তি স্থগিত করা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য মারাত্মক হুমকি।”
বিলাওয়াল আরও বলেন, “ভারত পাকিস্তানকে উদ্দেশ্য করে যে ভিত্তিহীন অভিযোগ তুলছে, তা অগ্রহণযোগ্য।”
এ সময় পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ববর্তী পদক্ষেপের পাশাপাশি পূর্ব-সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে।
প্রতিনিধিদলটি চীনের জাতিসংঘে নিযুক্ত দূত ফু কংয়ের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিলাওয়াল চীনের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং কাশ্মীর সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “ভারতের ইন্দাস পানি চুক্তি লঙ্ঘন ও কাশ্মীর ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ জরুরি।”
প্রতিনিধিদলটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দূতদের সঙ্গে যৌথ অধিবেশনেও বক্তব্য প্রদান করবেন।
বৈঠকে বিলাওয়াল আরও বলেন, “পাকিস্তান মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে শান্তি চায়, সংলাপ চায় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। কাশ্মীর ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ জরুরি।”
এই প্রতিনিধিদলের সফর পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের অংশ, যা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোগাড় করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার