ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলাদেশের ২৪ ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত

ভারতে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের ২৪টিরও বেশি ইউটিউব চ্যানেল। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে ভারত সরকারের অনুরোধে এসব চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব।
তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাবের গবেষণা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা এসেছে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পরপরই।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বাংলাদেশের বেশ কিছু পরিচিত সংবাদমাধ্যম, স্বাধীন অনলাইন প্ল্যাটফর্ম এবং সাংবাদিক ও বিশ্লেষকদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল।
ভারতে ব্লক হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- যমুনা টিভি, একাত্তর টিভি, ডিবিসি নিউজ, সময় টিভি, বাংলাভিশন নিউজ, চ্যানেল আই, দ্য ডেইলি ইনকিলাব, দৈনিক আমার দেশ ও মোহনা টিভি।
ভারতীয় আইপি ঠিকানা থেকে এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে ইউটিউবের বার্তায় দেখা যায়- ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশনার কারণে এই কনটেন্টটি বর্তমানে এই দেশে দেখা যাচ্ছে না।’
ভারত থেকে যেসব ব্যক্তিগত বা সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না, সেগুলোর মধ্যে রয়েছে- ইলিয়াস হোসেন, পিনাকী ভট্টাচার্য, কনক সরওয়ার, জাহেদুর রহমান, সুলতানা রহমান, জুলকারনাইন সায়ের, জ্যাকব মিল্টন, তাজ হাশমি, এনায়েত চৌধুরী, শাহেদ আলম ও বনি আমিনের ইউটিউব চ্যানেল।
এছাড়া ‘ফেস দ্য পিপল’, ‘দুরবিন নিউজ ডেইলি’, ‘কী কেন কীভাবে’ এবং ‘সিনে ব্রোস’-এর মতো স্বাধীন ও তথ্যমূলক প্ল্যাটফর্মগুলোর চ্যানেলও ভারতে ব্লক করা হয়েছে।
তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাবের স্বাধীন গবেষণায় নিশ্চিত হওয়া গেছে, চ্যানেলগুলোতে ভারতীয় ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না।
ভিপিএন ব্যবহার করে পরীক্ষা চালিয়ে এই তথ্য নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাব। ৯ থেকে ১২ মে পর্যন্ত সংস্থাটি ভারতীয় সার্ভারে সংযুক্ত হয়ে ৫০টিরও বেশি বাংলাদেশি ইউটিউব চ্যানেল পরীক্ষা করে।
প্রথম দিন অর্থাৎ ৯ মে ব্লক অবস্থায় পাওয়া যায় যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি। পরদিন ১০ মে দেখা যায়, ডিবিসি নিউজ ও সময় টিভিও ভারত থেকে আর দেখা যাচ্ছে না।
ডিসমিসল্যাব বিষয়টির সত্যতা যাচাই করতে ভারতের দিল্লি ও কলকাতায় অবস্থানরত দুই সাংবাদিককে সংশ্লিষ্ট চ্যানেলগুলোর লিংক পাঠায়, যারা ব্লক থাকার বিষয়টি নিশ্চিত করেন।
ভিপিএন ব্যবহার করে পরীক্ষা চালিয়ে এই তথ্য নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাব। ৯ থেকে ১২ মে পর্যন্ত সংস্থাটি ভারতীয় সার্ভারে সংযুক্ত হয়ে ৫০টিরও বেশি বাংলাদেশি ইউটিউব চ্যানেল পরীক্ষা করে।
পরীক্ষার প্রথম দিন ৯ মে ব্লক অবস্থায় পাওয়া যায় যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি। পরদিন ১০ মে ডিবিসি নিউজ ও সময় টিভিও ভারত থেকে আর দেখা যাচ্ছে না।
ডিসমিসল্যাব বিষয়টির সত্যতা যাচাই করতে ভারতের দিল্লি ও কলকাতায় অবস্থানরত দুই সাংবাদিককে সংশ্লিষ্ট চ্যানেলগুলোর লিংক পাঠায়, যারা ব্লক থাকার বিষয়টি নিশ্চিত করেন।
যেসব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ব্লকের আওতায় পড়েছে তাদের মধ্যে অনেকেই ইউটিউবের পাঠানো টেকডাউন নোটিশের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ১০ মে পিনাকী ভট্টাচার্য নিজের চ্যানেলের নিষেধাজ্ঞার বিষয়ে ইউটিউবের বার্তা শেয়ার করেন এবং জানান, ইলিয়াস হোসেন ও কানক সরওয়ারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এছাড়া সাংবাদিক শাহেদ আলম, জুলকারনাইন সায়েরসহ আরও কয়েকজন জানিয়েছেন তাদের পরিচালিত ইউটিউব চ্যানেলও ভারত সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৩০ শতাংশ শেয়ার ধারণ: এক কোম্পানির শেয়ার কিনলেন উদ্যোক্তারা
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- বড় আন্দোলনে নামছে ৩ 'দল'
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- মুনাফা বেড়েছে বিবিধ খাতের ৬ কোম্পানির
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- মোবাইল কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বিশেষ প্রণোদনা
- ২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু ৬
- ক্যাশ ফ্লো বেড়েছে ওষুধ খাতের ১৩ কোম্পানির
- ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ঢাবি ছাত্রের আ-ত্ম-হ-ত্যা
- বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ২০ কোম্পানির