ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক বাড়ল, পোশাক খাতে ধাক্কা 

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ০৭ ১৬:১৫:২৩
যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক বাড়ল, পোশাক খাতে ধাক্কা 

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্কহার আজ (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এর ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যে বাংলাদেশকে অতিরিক্ত শুল্ক দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এক ঘোষণায় এ নতুন হার চূড়ান্ত করেছিলো।

নতুন শুল্ক কাঠামো অনুযায়ী, বাংলাদেশের ওপর প্রযোজ্য পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোট শুল্কহার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫ শতাংশ, যেখানে আগে তা ছিল ১৬ দশমিক ৫ শতাংশ। এই হার নির্দিষ্ট পণ্যের ওপর ভিত্তি করে ভিন্নভাবে প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যা জুলাইয়ে কমিয়ে ৩৫ শতাংশে আনা হয়। দীর্ঘ আলোচনার পর বর্তমানে তা আরও ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামানো হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানান, এ নতুন শুল্কহার রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ৮৬ শতাংশই পোশাক পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৭ দশমিক ৫৪ বিলিয়ন বা ৭৫৪ কোটি ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে। ফলে এ বাড়তি শুল্কের প্রভাব দেশীয় রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

এ অবস্থায় রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নীতি সহায়তা ও পণ্য বৈচিত্র্যকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত