ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ট্রাম্পের শুল্কের জবাবে মোদীর কড়া বার্তা
রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতের রপ্তানি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ‘ব্যক্তিগত মূল্য’ দিতেও প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় মোট শুল্কের পরিমাণ এখন ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, "কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনো কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমি প্রস্তুত।"
হোয়াইট হাউজ জানিয়েছে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে শাস্তি দিতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে ভারতের রপ্তানি খাত, বিশেষ করে কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। চাল, মসলা, ফলমূল, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
মার্কিন এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, "আমাদের জ্বালানি আমদানি বাজার-নির্ভর এবং ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়। একই কাজ অনেক দেশ করলেও শুধু ভারতকে লক্ষ্য করে এই শুল্ক আরোপ করা অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।"
ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ