ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
৫ বছর পর চীনে মোদি: আমেরিকার সঙ্গে দূরত্বই কি কারণ?
ভারত-মার্কিন সম্পর্কে যখন শুল্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সফরকে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ক্রমবর্ধমান দূরত্বের এবং বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোদির এই সফরের আগে ৩০ আগস্ট জাপান সফরেরও কথা রয়েছে। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি চীনের উদ্দেশে রওনা হবেন।
২০১৯ সালের পর এটিই হতে চলেছে নরেন্দ্র মোদির প্রথম চীন সফর। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর সেই অচলাবস্থার উন্নতি ঘটছে এবং সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রয়টার্সের একটি সূত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
মোদির এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন এক দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছেন। এছাড়া, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি।
এদিকে, এই সফরের প্রস্তুতির মধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া সফর করছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের চাপের মুখেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার বিষয়ে ডোভালের এই সফরে আলোচনা হতে পারে।
এশিয়ার এই দুই বৃহৎ প্রতিবেশী দেশ সম্প্রতি উত্তেজনা প্রশমিত করে ব্যবসায়িক ও ভ্রমণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছে। এর আগে ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনেও মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছে, যা সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)