ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

গাজা রক্ষায় সারা বিশ্বে প্রতিবাদ চান হামাস

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৭ ১৮:১৯:০৪
গাজা রক্ষায় সারা বিশ্বে প্রতিবাদ চান হামাস

গাজা উপত্যকায় ইসরাইলের বোমাবর্ষণ ও কঠোর খাদ্য অবরোধের কারণে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু ,নারী -পুরুষ । খাদ্যের অভাব যেন পিছু ছাড়ছেনা । তাই দুর্ভিক্ষের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে তারা বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে, যেন শহর ও রাজধানীগুলোতে প্রতিদিন বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিল চালিয়ে যাওয়া হয়।

হামাস বলেছে, “গাজার ওপর চলমান বোমাবর্ষণ ও অনাহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনগণের প্রতিবাদী আন্দোলনকে আমরা স্বাগত জানাই। আমরা আহ্বান জানাই, শুক্রবার, শনিবার, রবিবার এবং পরবর্তী প্রতিটি দিন বিক্ষোভ অব্যাহত রাখুন। আওয়াজ তুলুন গাজার পক্ষে।”

আল জাজিরার বরাতে জানা যায়, হামাসের এই আহ্বান এমন এক সময় এসেছে যখন গাজায় কমপক্ষে ৫ লাখ মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, “শুধু আকাশপথে খাদ্য সরবরাহ করে এই দুর্ভিক্ষ মোকাবিলা সম্ভব নয়। স্থলপথ খুলে দেওয়া ছাড়া গাজা রক্ষা করা যাবে না।”

হামাস তাদের বিবৃতিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গাজায় ত্রাণ সরবরাহের সব প্রবেশপথ খুলে দেওয়ার দাবি জোরালোভাবে তোলেন। এই ঘোষণাকে গাজায় ইসরাইলি আগ্রাসন ও মানবিক সংকটের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত