ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
পাকিস্তানে পানি বন্ধ হলে, ভারতের পানি বন্ধ করতে পারে চীন!
.jpg)
ভারত যদি পাকিস্তানমুখী নদীগুলোর পানির প্রবাহ থামিয়ে দেয়, তবে চীনও ব্রহ্মপুত্র নদের জল সরবরাহ বন্ধ করে দিতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। ২৪ মে পাকিস্তান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (পিআইআইএ) আয়োজিত ‘পাক-ভারত সংঘাত’ বিষয়ক এক সেমিনারে এই সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়। খবর: ডন।
পিআইআইএ চেয়ারপারসন ড. মাসুমা হাসান বলেন, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝা জরুরি। তার মতে, ২২ এপ্রিল পেহেলগামে হামলার দায় ভারত যে প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর দিয়েছে, তা গোয়েন্দা ব্যর্থতার ইঙ্গিত। তিনি আরও জানান, ওই ঘটনার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি বাতিল করে।
এরপর ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালু করলে পাকিস্তান ১০ মে পাল্টা জবাব দেয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় পরে সংঘর্ষে বিরতি আসে।
গবেষণা সহকারী মোহাম্মদ উসমান তার উপস্থাপনায় বলেন, পানি থামিয়ে দেওয়া হলে ভারতের উজানে বন্যার ঝুঁকি দেখা দিতে পারে, তবে শুষ্ক মৌসুমে এই কৌশল পাকিস্তানের কৃষি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তার মতে, বিশাল বাঁধ নির্মাণের মতো উদ্যোগ সময় ও ব্যয়সাপেক্ষ হবে। তিনি ‘জল অস্ত্র’ বা ‘ওয়াটার বম্ব’ কৌশলের কথাও বলেন—যেখানে হঠাৎ পানি ছাড়ার মাধ্যমে নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করা হয়।
উসমান আরও বলেন, ভারত যেমন পাকিস্তানের উজানে, তেমনি চীন ভারতের উজানে। তাই ভারত যদি পাকিস্তানের পানি আটকে রাখে, চীনও ব্রহ্মপুত্রে ভারতের জন্য একই কৌশল নিতে পারে।
গবেষণা সহকারী সৈয়দা মালিহা সেহর বলেন, পাকিস্তান-চীন সামরিক সহযোগিতা বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে চীনা প্রযুক্তির মাধ্যমে ভারতীয় ও পশ্চিমা নজরদারি ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা সম্ভব হচ্ছে।
অন্যদিকে, সৈয়দ শাহরিয়ার শাহ ‘ন্যারেটিভ ওয়ার’ প্রসঙ্গে বলেন, আধুনিক সংঘাত কেবল অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মনস্তাত্ত্বিক ও মতাদর্শের লড়াইও বটে।
কাশ্মীর প্রসঙ্গে আসিফ আলী জানান, পেহেলগামের ঘটনার পর ভারতীয় বাহিনী প্রায় ২,৮০০ কাশ্মীরিকে আটক বা জিজ্ঞাসাবাদ করেছে, যা ভবিষ্যতে আরও দমন-পীড়নের ইঙ্গিত দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা