ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
হঠাৎ জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্যের পদত্যাগ
.jpg)
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন।
সোমবার নাভি পিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কোঠারি তাদের পদত্যাগপত্র জমা দেন। তারা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণ, বিশেষ করে বয়সজনিত বিষয়গুলোর কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা কমিশনের নতুন করে গঠন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন।’
উল্লেখ্য, জাতিসংঘের এই কমিশন ফিলিস্তিনের অধিকৃত গাজা, পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে তদন্তে নিযুক্ত ছিল।
কমিশনের তিন সদস্যের পদত্যাগ এমন এক সময় ঘটলো, যখন ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজের কর্মকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ দাবি করার পর যুক্তরাষ্ট্র আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি ‘ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী’ বক্তব্য দিয়েছেন।
এর আগে চলতি মাসের ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে সতর্ক করে বলেছিল, যদি আলবানিজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তবে জাতিসংঘের স্পেশাল প্রোসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস