ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার মামলার রায় হবে

ডিসেম্বরের মধ্যেই বহুল আলোচিত জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, “গত এক বছরে ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সেই গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বর্তমান ট্রাইব্যুনাল কাজ করছে। আমরা আশা করি, আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদেরও দণ্ডিত করা সম্ভব হবে।”
এদিন ট্রাইব্যুনাল জুলাই গণহত্যা সংক্রান্ত একাধিক মামলায় গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আটজনকে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া, লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্য একটি মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে একই দিনে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই জুলাই গণহত্যার দুটি মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে। অন্যদিকে, রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
এছাড়াও, গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা এবং আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোর মামলার বিচারিক কার্যক্রম আগামী মাসেই শুরু হতে যাচ্ছে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট