ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো নিয়ে যা বললেন ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলার সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপের ফলে নেওয়া হয়নি, বরং যথাযথ মনে হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৬ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি স্পষ্ট করেন।
সচিব আখতার আহমেদ বলেন যে, ওয়েবসাইট থেকে সরানো হলেও বিধিমালা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "ওয়েবসাইটে নৌকা সরানো হলেও বিধামালায় নৌকা থাকবে। নৌকা অন্য কোনো দল পাবে না।"
তিনি আরও ব্যাখ্যা করেন, সম্প্রতি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার পর দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক এবং প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে কারণেই ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরানো হয়েছে। সচিবের এই বক্তব্য থেকে বোঝা যায়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পর প্রতীকটির ব্যবহার নিয়ে সৃষ্ট আইনি ও পদ্ধতিগত জটিলতা এড়াতেই নির্বাচন কমিশন এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা শুরু করে। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তটি ছিল এই প্রক্রিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানোর এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও ইসি সচিব জানিয়েছেন যে প্রতীকটি বিধিমালায় সংরক্ষিত থাকবে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিষয়টিকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা