ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
রাবিতে আ.লীগপন্থী ৩ কর্মকর্তা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন আওয়ামী লীগপন্থী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) কর্মস্থল থেকে তাদের গ্রেপ্তারে সহায়তা করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী।
সাবেক শিক্ষার্থীরা জানান, ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তারা এজাহারভুক্ত আসামি। বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন- সেকশন অফিসার পঙ্কজ কুমার, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক আমিনুল হক এবং সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুদ।
২০১৬-১৭ সেশনের সাবেক শিক্ষার্থী ও আইন বিভাগের ছাত্র আল আমিন বলেন, “আমরা প্রশাসনের কাছে এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ আমরা তাদের লিগ্যাল সেলে ডাকি। পরে প্রশাসনের মাধ্যমে বিষয়টি জানানো হলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক শিক্ষার্থী দাবি করেন, “তিনজনই দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে সক্রিয় ছিলেন। ২০১৮ ও ২০২৩ সালের সহিংস ঘটনায়ও তারা জড়িত ছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।”
তবে গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সেকশন অফিসার পঙ্কজ কুমার বলেন, “আমি ৫ আগস্ট বাসা থেকেই বের হইনি। কোনো শিক্ষার্থীকে আঘাত করিনি। হঠাৎ করে আমাকে ধরে আনা হয়েছে, কিছুই বুঝতে পারছি না।”
সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুদ বলেন, “ছাত্রজীবনে ছাত্রলীগ করলেও চাকরিজীবনে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না। আমি নিজেই একসময় ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছিলাম। যারা আজ আমাদের ধরেছে তারা জামায়াত-শিবিরের লোক বলেই মনে হচ্ছে।”
‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও ইতিহাস বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মো. মুস্তফিজুর রহমান বলেন, “মামলার আসামি হয়েও তারা জামিন না নিয়ে প্রশাসনে বহাল ছিলেন। আওয়ামী লীগের অনুগত কেউ প্রশাসনে টিকে থাকতে পারবে না।আমরা এর প্রতিবাদ অব্যাহত রাখব।”
ওসি আবদুল মালেক বলেন, “তারা এজাহারভুক্ত আসামি হওয়ায় আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “পুলিশ যথাযথ তথ্য-প্রমাণ দেখিয়েছে। তাই আমি তাদের আটকাতে বাধা দিইনি। তবে সাবেক শিক্ষার্থীদের এমন হস্তক্ষেপ করা উচিত নয়। এটা পুলিশের কাজ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প